গবাদি পশুর যত্ন: সুস্থ পশু, সমৃদ্ধ কৃষি
Content
লাইভস্টক বা গবাদি পশু কৃষি অর্থনীতির মেরুদণ্ড। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও মুরগির সঠিক যত্ন নিশ্চিত করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকের আয় বাড়ে। পশুদের জন্য প্রয়োজন: পুষ্টিকর খাদ্য: ঘাস, খৈল, ভুসি ও পরিষ্কার পানি নিয়মিত সরবরাহ করুন। পরিচ্ছন্ন আবাস: পশুর খামার পরিষ্কার রাখুন, যাতে রোগজীবাণু না ছড়ায়। নিয়মিত টিকা: পশুদের রোগ প্রতিরোধে টিকা ও চিকিৎসা নিশ্চিত করুন। প্রজনন ব্যবস্থাপনা: উন্নত জাতের পশু ও সঠিক প্রজনন কৌশল ব্যবহার করুন। একটি সুস্থ পশু শুধু আপনার নয়, দেশের অর্থনীতিরও সম্পদ। আসুন, লাইভস্টক পালনে আধুনিক পদ্ধতি গ্রহণ করি এবং কৃষিতে সমৃদ্ধি আনি! #লাইভস্টক #কৃষি #পশুপালন #সমৃদ্ধিবাংলাদেশ
Media Files
                                Posted On
May 10, 2025
Reactions
                            ❤️ 0
                            😂 0
                            😢 0